যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত

বিটিসি নিউজ ডেস্কগতকাল শনিবার রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারাদেশে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান লাইলাতুল কদর পালন করেছেন।

মুসলমানদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত এবং অনুগ্রহের রজনী হচ্ছে লাইলাতুল কদর। রমজান মাসের এ রজনীতেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রতি পবিত্র কুরআন নাজিল শুরু হয়েছিল।

এ রাতের ইবাদত বন্দেগিকে নাজাতের উসিলা এবং হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম বলে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রাতে নিজে ইবাদতে মশগুল থাকতেন এবং তাঁর সাহাবিদেরও বেশি বেশি ইবাদত করার নির্দেশ দিতেন।

হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ও পুণ্যময় এ রজনীতে ইবাদত বন্দেগির জন্য ইফতার ও মাগরিব নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদগুলোতে জমায়েত হতে শুরু করেন। মুসলিম নারীরা ঘরে ঘরে এ রাতের ইবাদতে মশগুল থাকেন।

রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি জমায়েত হয়ে রাতভর ইবাদত বন্দেগি করেন।

কবরস্থানে জিয়ারতকারীদের ভিড় ছিল সারারাতই।

প্রতিটি মসজিদেই আখেরি মুনাজাতে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.