যথাযথ উদ্যোগ গ্রহণ’র জন্যই আমরা ভালো আছি : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: যথাযথ উদ্যোগ গ্রহণের কারণে সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি অনেক ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘সারা বিশ্বে প্রায় ৫ কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং ১৩ লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ সেই তুলনায় অনেক ভালো আছে। যথাসময়ে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্যই আমরা ভালো অবস্থানে আছি।’
আজ শনিবার (১৪ নভেম্বর) বেলা ২টার দিকে মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল চত্তরে বিশ্ব ডায়াবেটিস দিবসের এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী এর আগে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে একটি পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই হচ্ছে করোনা প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সঙ্গে আমাদের সকলকে নিয়মমত হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এখন থেকে করোনা পরীক্ষার জন্য কাউকে ঢাকায় যেতে হবে না। মানিকগঞ্জে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।’
সভায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি আফসার উদ্দিন সরকার বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মানিকগঞ্জ প্রতিনিধি মো. শহিদুরজ্জামান শহিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.