ময়মনসিংহ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ৩০ মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৬ ও উপসর্গে ১৪ জন মারা গেছেন।
আজ শুক্রবার (০৬ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
করোনায় মৃতরা হলেন: ময়মনসিংহ সদরের সিরাজুল হক (৫৫), সালমা বেগম (৮০), ভালুকার হামিদ (৭২), মুক্তাগাছার নুরুল ইসলাম (৮৫), আছিয়া বেগম (১০০), নেত্রকোনার সাদেক হোসেন (৪৯), পুস্পা (৩০), মাহবুব (৬৫), পূর্বধলার আব্দুল করিম (৫৫), কলমাকান্দার আব্দুল মজিদ (৮৫), আটপাড়ার মাহমুদুল হাসান (৬৫), টাঙ্গাইলের সখিপুরের সানোয়ার হোসেন (৮৫), মধুপুরের সামাদ (৬৫), জামালপুরের আব্দুল মজিদ (৭০), হাজেরা খাতুন (৬০) ও গাজীপুরের শ্রীপুরের সিরাজুল (৮৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন: ময়মনসিংহ সদরের রহিমা বেগম (৭০), সাহাবুদ্দিন (৫৭), নান্দাইলের নজরুল (৭০), ফুলপুরের মুজিবুর (৬৫), তারাকান্দার হোসেন আলী (৫৫), নুরজাহান (৫৮), হালুয়াঘাটের সাইয়দ হোসেন (৭৯), জামালপুরের সরিষাবাড়ির মহেজা (৬৫), দেওয়ানগঞ্জের ইমাম হোসেন (২৬), নেত্রকোনার মদনের আছিয়া (৬৫), দুরগাপুরের আব্দুর রশিদ (৬৫), পূরবধলার সালেমা (৬৫), শেরপুরের ফিরোজা (৬৫) ও সুনামগঞ্জের জামালগঞ্জের সুধা রঞ্জন সরকার (৫০)।
ডা. মহিউদ্দিন খান মুন বিটিসি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ৫১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫২৫ জন ও আইসিইউতে ২৩ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষায় ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯৩। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৯ জন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.