ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান’র বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

ময়মনসিংহ ব্যুরো: অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের অপসারণ দাবী করেছেন পরিষদ সদস্যরা।

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবী তুলেন জেলা পরিষদের ১৭ জন সদস্য। এতে বক্তারা অভিযোগ করেন, ইউসুফ খান পাঠান বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ১২ শতাংশ হারে ঘুষ নেন।

এছাড়াও তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, অদক্ষতা ও সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তেরও দাবী করেন তারা।

জেলা পরিষদের ২ জন নারী সদস্য ছাড়া বাকি সবাই তার অপসারণ চায় বলেও সংবাদ সম্মেলনে দাবী করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.