ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

 

ময়মনসিংহ প্রতিনিধিময়মনসিংহ জেলার ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আজ শুক্রবার বিকেল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এনা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। সাইনবোর্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এসময় বাসটি একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে এনা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে আসছিল।

সাইনবোর্ড এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.