ময়মনসিংহে পুলিশের সাইকেল প্যাট্রোলিং ডিউটি চালু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে পুলিশের সাইকেল প্যাট্রোলিং ডিউটি চালু হয়েছে। নগরীর অলিগলিতে মাদক, চুরি-ছিনতাই প্রতিরোধে সাইকেলে করে ডিউটি করবেন পুলিশ সদস্যরা।
আজ বৃহস্পতিবার (০৩ জুন) সকালে বেলুন উড়িয়ে সাইকেল প্যাট্রোলিংয়ের উদ্বোধন করেন ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামান উপস্থিত ছিলেন।

ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ জানান, বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য সাইকেল প্যাট্রোল চালু করা হয়েছে। এমন অনেক জায়গা আছে যেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না, সে ক্ষেত্রে সাইকেল প্যাট্রোল অলিগলিতে যেতে পারবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে শহরের ২-৩টি বিটে আপাতত সাইকেল প্যাট্রোল চলবে। পরবর্তীতে এটি পুরো শহরে চালু করা হবে। এতে বিশেষভাবে চুরি-ছিনতাই এবং মাদক অনেকাংশে কমে যাবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.