মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসছেন

পিআইডি প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু তিন দিনের সরকারী সফরে আগামীকাল রাজশাহী আসবেন।

তিনি আগামীকাল শুক্রবার বিকেল ০৩:১৫ টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন।

এদিনই প্রতিমন্ত্রী সন্ধ্যা ০৬:০০ টায় রাইফেলস ক্লাব, নানকিং কনভেনশন হলে রাজশাহী বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা সকল মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

পরদিন শনিবার প্রতিমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সকাল ০৯.০০ টায় ৪র্থ লাইভস্টক অ্যাওয়ার্ড, সেমিনার এবং লাইভস্টক ও পোল্ট্রি মেলা-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি দুপুর ০২:৩০ টা থেকে রাজশাহী প্রাণিসম্পদ ডেইরী ফার্ম, ছাগল উন্নয়ন খামার, সরকারি হাঁস-মুরগী খামার, ভেড়া উন্নয়ন খামার, Al Regional Lab এবং রাজশাহী মৎস্যবীজ খামার ও কার্প ফ্যাটেনিং খামার পরিদর্শন করবেন।

রবিবার মৎস্য প্রতিমন্ত্রী সকাল ১০:০০ টায় মনিবাজার নানকিং দরবার হলে রাজশাহী বিভাগের মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের Inception Workshop-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিনই তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন। # (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.