BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করল বুদে/গ্লিম্ট

ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করল বুদে/গ্লিম্ট

বিটিসি স্পোর্টস ডেস্ক: বল পেলেই আক্রমণ শাণাও, প্রতিপক্ষের পায়ে বল গেলে রক্ষণে প্রাচীর গড়ো-কোচ শিয়েতেল কেনুটসেনের সাজানো কৌশলে কী চমৎকার পারফরম্যান্সই না উপহার দিল বুদে/গ্লিম্ট। এলোমেলো রক্ষণে আর ফিনিশিংয়ের দুর্বলতায় যার কোনো জবাব খুঁজে পেল না ম্যানচেস্টার সিটি।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে তিন গোল হজমের পর, ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল পেপ গুয়ার্দিওলার দল। কিন্তু অধিনায়ক রদ্রিকে হারিয়ে, শেষ আধা ঘণ্টায় তেমন কিছুই করতে পারল না তারা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হেরে গেল ৩-১ গোলে।

শক্তি-সামর্থ্যের তুলনা টানলে দুই দলের মাঝে ফারাকটা পাহাড়সম। সেখানে ম্যাচের আগে এমন ফল ছিল কল্পনাতীত। শেষ পর্যন্ত সেটাই বাস্তব হয়ে ধরা দিল দুই দলের বিপরীতমুখী পারফরম্যান্সে; বুদে/গ্লিম্ট খেলল তাদের সেরা ফুটবল আর সিটি নিজেদের হারিয়ে খুঁজল। একমাত্র পজেশন রাখায় আধিপত্য করা ছাড়া মাঠের কোনো অংশেই দ্যুতি ছড়াতে পারেনি সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।

ম্যাচে সিটির জালে আরও দুবার বল পাঠায় বুদে/গ্লিম্ট, অফসাইডে সেগুলো কাটা পড়ে। ৩৫ শতাংশেরও কম সময় বল দখলে রেখে গোলের জন্য আটটি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে বুদে/গ্লিম্ট। আর সিটি ১৬ শট নিয়েও মাত্র পাঁচটি লক্ষ্যে রাখতে পারে।

সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে সিটির পয়েন্ট ১৩। প্রথম জয় পাওয়ার পর বুদে/গ্লিম্টের পয়েন্ট হলো ৬।

আগের ছয় রাউন্ডে কোনো জয় না পাওয়া বুদে/গ্লিম্ট ম্যাচ শুরু হতেই আক্রমণ শাণায়। তখন উল্লেখযোগ্য কিছু হয়নি; তবে শক্তিশালী প্রতিপক্ষকে স্তব্ধ করে দিতে খুব বেশি সময়ও নেয়নি তারা।

ষষ্ঠ মিনিটে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পায় সিটি। কিন্তু দারুণ পজিশনে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন মাক্স আলিন। কিছুক্ষণ পর তার এই হতাশা বেড়ে হয় কয়েক গুণ।

ম্যাচের শুরু থেকেই রক্ষণে বেশ এলোমেলো দেখাচ্ছিল সিটিকে। দুই মিনিটের মধ্যে তাদের দুই গোল হজমের ধরণে সেটা আরও স্পষ্ট হয়। দুটি গোলের ক্ষেত্রেই দায় আছে সেন্টার-ব্যাক আলিনের।

২২তম মিনিটে ২০ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার বল হারানোর পরই এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে ডান দিক থেকে দূরের পোস্টে ক্রস বাড়ান ওলে দিদ্রিক, আর সেখানে লাফিয়ে হেডে গোলরক্ষক দোন্নারুম্মার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান কাসপের হো।

ওই ধাক্কা সামলে ওঠার আগেই ফের গোল খেয়ে বসে সিটি এবং এবারও দায় আলিনের। নিজেদের সীমানায় তার দুর্বলতায় বল ধরে দ্রুত আক্রমণে ওঠে বুদে/গ্লিম্ট। এবারও সহায়তার ভূমিকায় দিদ্রিক, তার পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ঠাণ্ডা মাথায় একটু বাঁকানো শটে দোন্নারুম্মাকে পরাস্ত করেন কাসপের হো।

৩৯তম মিনিটে হ্যাটট্রিক হতে পারতো হোর, কিন্তু ডি-বক্সে থেকে তার শট লক্ষ্যে ছিল না। বিরতির আগে ব্যবধান কমানোর দারুণ একটি সুযোগ পান আর্লিং হলান্ড। কিন্তু কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি তারকা ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আবার প্রতি-আক্রমণে সিটির রক্ষণে ভীতি ছড়ায় বুদে/গ্লিম্ট। এবার অবশ্য দুরূহ কোণ থেকে হাকোনের শট পা দিয়ে আটকে দেন দোন্নারুম্মা।

দর্শনীয় এক গোলে ৫৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় নরওয়ের দলটি। সতীর্থের পাস ধরে দুই জনের মাঝ দিয়ে দ্রুত এগিয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে ঠিকানা খুঁজে নেন নরওয়ের ফরোয়ার্ড ইয়েন্স হগা।

তিন গোল হজমে দিশেহারা সিটি ৬০তম মিনিটে ব্যবধান একটু কমাতে পারে। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন হায়ান শেহকি।

একটু পরেই অবশ্য অনেক বড় আঘাত পায় দলটি। পরপর দুই মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার রদ্রি। অধিনায়ককে হারিয়ে দলটির মাঝমাঠও খেই হারিয়ে ফেলে।

গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হেরে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়ে সিটি। সেই হতাশা সামলে ইউরোপ সেরার মঞ্চে আপনরূপে ফিরবে কী, উল্টো আরও বিব্রতকর অভিজ্ঞতা হলো দলটির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আগামীর পরিকল্পনা জানালেন তারেক রহমান তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি : তারেক রহমান দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘ট্রিগারে’ আঙুল আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের বেসরকারি বিনিয়োগে তেল খাত উন্মুক্ত করছে ভেনেজুয়েলা ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর ডেনমার্কে সমুদ্রতল থেকে উদ্ধার ৬০০ বছরের পুরনো জাহাজ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ এ যোগ দেবে না স্পেন দেবী সরস্বতীর তাৎপর্য সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ উপদেষ্টা গ্রিনল্যান্ড সংকট: আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বাড়াবে ডেনমার্ক ও ন্যাটো