ম্যাচ জিতে বেকেনবাওয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন বায়ার্নের

বিটিসি স্পোর্টস ডেস্ক: জামাল মুসিয়ালার জোড়া গোলে হফেনহেইমকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার খেলা পুনরায় চালু হওয়ার ম্যাচে বড় জয় পেয়ে জার্মানির কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ারের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ক্লাবটি। এর আগে জার্মান ফুটবল এবং বায়ার্ন মিউনিখের সর্বকালের সেরা পোস্টারবয় হিসেবেও পরিচিতি পাওয়া বেকেনবাওয়ার গত সপ্তাহে মারা গেছেন।
গতকাল শুক্রবার রাতে ঘরের মাঠে বায়ার্নের হয়ে গোল করেছেন ইংলিশ তারকা হ্যারি কেইনও। হফেনহেইমের বিপক্ষে অতিরিক্ত সময়ে করা গোলটি তার এবারের মৌসুমের ২২তম। এই গোলের মাধ্যমে বুন্দেসলিগার মৌসুমের অর্ধপ্রান্তের খেলা শেষের ইতিহাসে রবার্ট লেভানডস্কির সর্বোচ্চ ২২ গোলের রেকর্ডে ভাগ বসান কেইন।
ম্যাচের ১৮তম মিনিটে গোল করে বায়ার্নকে প্রথম লিড এনে দেন জামাল। এরপর প্রথমার্ধে আর কোনো গোল পায়নি বায়ার্ন। দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে আবারও গোল করেন জামাল। নিজের দ্বিতীয় গোলে দলকেও এগিয়ে দেন ২-০ ব্যবধানে।
এরপর ম্যাচের ৭৪ তম মিনিটে ফাউলের কারণে লালকার্ড (দুইবার হলুদ কার্ড) দেখেন হফেনহেইমের মিডফিল্ডার গ্রিসকা প্রোমেল। ফলে ১০ জনের দলে পরিণত হয় হফেনহেইম। এ সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের একেবারে শেষ সময়ে ৯০ মিনিটে গোল করেন হ্যারি কেইন। শেষ পর্যন্ত ৩-০ গোলেই জয় পায় বায়ার্ন।
চলতি মৌসুমে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বায়ার লেভারকুসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.