মৌসুমের প্রথম ক্লাসিকো বের্নাবেউয়ে

বিটিসি স্পোর্টস ডেস্ক: নতুন মৌসুমে লা লিগায় স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ প্রথম মুখোমুখি হবে আগামী ২৭ অক্টোবর। ম্যাচটি হবে রেয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে।
২০২৪-২৫ লা লিগার সূচি মঙ্গলবার প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। আগামী ১৮ অগাস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে রেয়াল। একই দিন বার্সেলোনা তাদের প্রথম ম্যাচ খেলবে ভালেন্সিয়ার মাঠে।
গত মৌসুমে তিনবার মুখোমুখি হয় রেয়াল ও বার্সেলোনা- লা লিগায় দুবার ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। সবগুলো ম্যাচই জেতে রেয়াল।
আগামী মৌসুমে লিগের প্রথম ক্লাসিকো হবে কিলিয়ান এমবাপের প্রথম। পিএসজি থেকে সম্প্রতি ফ্রি ট্রান্সফারে রেয়ালে নাম লেখান বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।
ফিরতি লেগ হবে ১১ মে, বার্সেলোনার মাঠে।
মূল মৌসুম শুরুর আগে ৩ অগাস্ট যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রীতি ম্যাচেও মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল।
লিগের প্রথম মাদ্রিদ ডার্বি হবে ২৯ সেপ্টেম্বর, আতলেতিকো মাদ্রিদের মাঠে। ফিরতি লেগ বের্নাবেউয়ে হবে ৯ ফেব্রুয়ারি।
গত মৌসুমে রেকর্ড ৩৬তম বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হয় রেয়াল। আগের মৌসুমে শিরোপা জয়ী বার্সেলোনা এবার রেয়ালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে হয় রানার্সআপ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.