মৌলিক মানবাধিকার রক্ষা ও পুনঃরুদ্ধারে বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই-খুলনা বিএনপি 

খুলনা ব্যুরো: আধিপত্যবাদী শক্তির অক্ষবলয়ে অবস্থান করেও বাংলাদেশের স্বাধীন সার্বভৌম অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতৃত্বের কোন বিকল্প নেই।

লাখো শহিদের রক্তে অর্জিত স্বাধীনতা যখন মাত্র কয়েক বছরের ব্যবধানে শাসক শ্রেণীর নতজানু ভূমিকার কারণে বিপন্ন হতে বসেছিল, সেই সময় মেজর জিয়াউর রহমানের তেজোদীপ্ত সাহসী নেতৃত্ব সিকিম-ভূটানের পরিণতি হতে আমাদেরকে রক্ষা করেছিল। দেশ আবারও এক চরম ক্রান্তিকাল পার করছে।

আধিপত্যবাদী শক্তি তাদের অসৎ অভিপ্রায়কে বাস্তবায়ন করতে পরিকল্পিতভাবে জিয়াউর রহমানকে হত্যা করেছে। আর তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে জিয়াউর রহমানের উত্তরসুরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ প্রতিহিংসার মামলায় কারাবন্দি। জিয়ার রক্তের উত্তরাধিকার তারেক রহমানের দেশে ফেরার পথ রুদ্ধ করে রেখেছে তারা।

এ পরিস্থিতিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটাধিকার, মৌলিক মানবাধিকার রক্ষা ও পুনঃরুদ্ধার করতে হলে জিয়াউর রহমানের রেখে যাওয়া জাতীয়তাবাদের দর্শনে উদ্বুদ্ধ হয়ে বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।

বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৪ তম জন্মবার্ষিকীতে বিএনপি’র মহানগর ও জেলা শাখার যৌথ আয়োজনে আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ একথা বলেন।

খুলনায় আলোচনা সভা, মিলাদ, দোয়া এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৪ তম জন্মবার্ষিকী পালিত হয়।

গতকাল রবিবার (১৯ জানুয়ারী) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিএনপি’র মহানগর ও জেলা শাখার যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, সহ-সভাপতি শেখ মোশারফ হোসেন, উপদেষ্টা জাফরউল্লাহ খান সাচ্চু, সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু ও শেখ আব্দুর রশিদ, নগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারু, স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবর রহমান। আসাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান।

আলোচকরা  আরো বলেন, এ জাতি যতোবার সংকটে পতিত হয়েছে, ততবারই জিয়াউর রহমান পরিত্রাতার দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান সেনা অফিসার হিসেবে চাকুরি জীবন শুরু করেও ইতিহাসের ভয়াবহতম গণহত্যার মুখে আওয়ামী নেতৃত্ব যখন পলায়নপর সেই সময় সেনা বিদ্রোহ ঘটিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। রাজনৈতিক নেতারা যখন ভারতে নিরাপদ জীবন যাপন করছেন, সেই সময় স্ত্রী-পুত্র-পরিজনদের বিপদের মুখে ফেলে জীবন বিপন্ন করে তিনি যুদ্ধে অংশ নিয়ে পাক বাহিনীকে পযুর্দস্ত করেছেন।

স্বাধীনতার মাত্র সাড়ে ৪ বছরের মাথায় দেশ যখন আবারও চরম সয়কটে সে সময় সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে তার হাতেই রাষ্ট্র ভার তুলে দেয়। তিনি যুদ্ধবিধ্বস্ত ও দুর্নীতিতে নিঃশেষ প্রায় দেশকে নতুন করে বিনির্মাণে আত্মনিয়োগ করেন। একদলীয় বাকশাল হঠিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেন। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি চালু করেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে দেশ। কলকারখানায় তিন সিফটে উৎপাদন শুরু হয়। প্রথমবার বিদেশে গার্মেন্টস পণ্য, হিমায়িত মাছ এবং জনশক্তি রপ্তানি শুরু হয়। পররাষ্ট্রনীতিতে অসামান্য সফলতা ছিল জিয়াউর রহমানের।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোল্লা খায়রুল ইসলাম, রেহানা আক্তার, শাহজালাল বাবলু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মহিবুজ্জামান কচি, মুর্শিদুর রহমান লিটন, শাহিনুল ইসলাম পাখী, আজিজুল হাসান দুলু, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, নিজাম উর রহমান লালু, জালু মিয়া, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, হাসানুর রশিদ মিরাজ, আব্দুল আজিজ সুমন, শামসুজ্জামান চঞ্চল, নাজমুল হুদা চৌধুরী সাগর, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, সুলতান মাহমুদ, জাফরী নেওয়াজ চন্দন, আনিসুর রহমান, নিয়াজ আহমেদ তুহিন, জসীম উদ্দিন লাবু, নাজির উদ্দিন আহমেদ নান্নু, আবুল কালাম জিয়া, জহর মীর, বদরুল আনাম, হাফিজুর রহমান মনি, জামিরুল ইসলাম, তরিকুল্লাহ খান, আবুল কালাম শিকদার, আব্দুল হালিম, শরীফুল আনাম, ইসাহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, নাসির খান, মাহমুদ আলম বাবু মোড়ল, নিঘাত সীমা, আবু সাঈদ শেখ, তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.