মোড়েলগঞ্জ করোনার টিকার দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম চলছে (ভিডিও)

মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ হাসপাতালে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে টিকা গ্রহন কার্যক্রম অব্যাহত রয়েছে। নমুনা পরীক্ষা সংগ্রহ চলছে, চিকিৎসকরা বসে নেই।
লকডাউনের ৩য় দিনে আজ শুক্রবার স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা গেছে, কোভিট-১৯ করোনা টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রথম রাউন্ডে ৬ হাজার ৯৭০ জন টিকা গ্রহনকারিরা দ্বিতীয় পর্যায় ৮ এপ্রিল থেকে টিকা গ্রহন করেছে ১১শ’ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬৯। সার্বক্ষনিক মাঠে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী।
মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) দিপক কুমার রায় বলেন, ৫ বছর ধরে ল্যাব টেকনিশিয়ান দুটি পদ শূন্য থাকায় তার একার পক্ষে নমুনা সংগ্রহ করতে হিমসিম খেতে হচ্ছে। জরুরীভাবে ২ জন টেকনিশিয়ান প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, টিএইচও তিনি সহ ৯ জন চিকিৎসক সহ বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা মাঠপর্যায়ে কাজ করছেন। সপ্তাহে ৩দিন নমুনা সংগ্রহ করা হচ্ছে। অব্যাহত রয়েছে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের টিকা গ্রহন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.