মোড়েলগঞ্জে ৫ লাখ গলদা চিংড়ির রেনু জব্দ


মোড়েলগঞ্জ প্রতিনিধি: মোড়েলগঞ্জ বাগেরহাটের মোড়েলগঞ্জে ৫ লাখ গলদা চিংড়ির রেনুপোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রেনুপোনা গুলো নদীতে অবমুক্ত করেন। বেলা ১০টার সন্নাসী লঞ্চঘাট থেকে পরিত্যাক্ত অবস্থায় কোস্টগার্ড সদস্যরা এ রেনুপোনাগুলো জব্দ করেন।
কোস্টগার্ড মোড়েলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার এম.এ শাহিদ বলেন, কোস্টগার্ডের অভিযান টের পেয়ে অজ্ঞাত ব্যাক্তিরা সন্নাসী লঞ্চঘাটে কয়েকটি পাতিলে থাকা ৫ লাখ রেনুপোনা রেখে পালিয়ে যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বিটিসি নিউজকে বলেন, উন্মুক্ত জলাশয় থেকে আহরণ নিষিদ্ধ রেনুপোনা জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫দিন নৌযানে করে যেকোন ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ বলেও এ কর্মকর্তা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.