মোড়েলগঞ্জে সাড়ে ২৬ হাজার সুবিধাভোগী পাচ্ছেন খাদ্যবান্ধব কর্মসূচির চাল (ভিডিও)

মোড়েলগঞ্জ প্রতিনিধি: সামাজিক দূরাত্ব বজায় রেখে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের খাদ্য সহায়তায় মোড়েলগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাড়ে ২৬ হাজার সুবিধাভোগী পাচ্ছেন ১০টাকা দরে চাল। সর্বত্রই বিতরণ চলছে।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে খাউলিয়া ইউনিয়নের ৫টি স্পটে মঙ্গলবার ২৬শ’ ৯৯ জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করা হয়।
এছাড়াও সরকারের সামাজিক বেষ্টনি প্রকল্পের আওতায় ৩শ’ ১৬ জন দুস্থ পরিবারের মাঝে ৩ মাসে ৯০ কেজি চাল বিতরণ করেন প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মো. আলমঙ্গীর হোসেন।
এ সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সহকারি শিক্ষা অফিসার জাকির হোসেন, ইউপি সচিব শরিফুদৌলা, ইউপি সদস্য আব্দুল মালেক তালুকদার, কামরুজ্জামান, মিলন মীরসহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, করোনা মুর্হুতে খাদ্যসহায়তার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেওয়া চলমান সামাজিক বেষ্টনি প্রকল্পের সকল কর্মসূচি অব্যাহত রয়েছে।
খাউলিয়ার প্যানেল চেয়ারম্যান আলমঙ্গীর হোসেন বলেন, এবারে ভিজিডির আওতায় সুবিধাভোগী ৩১৬ পরিবার ৩ মাসে ৯০ কেজি চাল পাচ্ছেন। পাশাপাশি ১০ টাকার চাল ২৬শ’ ৯৯ জন পাচ্ছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.