মোড়েলগঞ্জে ভুমিহীন ও গৃহহীন২৫ পরিবার পেল আশ্রয়স্থল (ভিডিও)

 

মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে ভ‚মিহীন ও গৃহহীন ২৫ পরিবার মাথা গোঁজার ঠাই হিসেবে পেল জমি ও গৃহ।
আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২য় পর্যায়ে ভিডিও কনফারেন্সে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্ধোধনের মাধ্যমে তাদের মালিকানা হস্তান্তর করা হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জমি ও গৃহ মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, সিনিয়র উপজেলা মৎম্য অফিসার বিনয় কুমার রায়, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার সিফাত আল মারুফ, মোড়েলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচএম মইনুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন ,২য় পর্যায়ে ভ‚মিহীন ও গৃহহীন ২৫ পরিবার সহ মোট ৩১ টি পরিবার মাথা গোঁজার ঠাই পেল। মোড়েলগঞ্জ ১৬ ইউনিয়নে ১৬১ পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ভুমি ও গৃহ পাবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.