মোড়েলগঞ্জে বোরো ধান সংগ্রহ উদ্ধোধন

মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২২ উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা খাদ্য সগুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়।
ধান সংগ্রহ উদ্ধোধন অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, হোগলাবুনীয়া ইউপি চেয়ারম্যান মো. আকরামুজ্জামান প্রমুখ।
ধান সংগ্রেহের ব্যাপারে উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, চলতি বছরে ১ হাজার ৪৩ মে: ট: ধান কৃষকদের কাছ থেকে সরাসারি ক্রয় করা হবে। প্রতি মন ধান ১ হাজার ৮০ টাকা দরে। আজ প্রথম দিন আমরা বনগ্রামের চাষি মিলন কৈবত্ব ১ মে:ট: ধান ও দ্বিপিকা রানী দাস এর কাছ থেকে ১৮ মন ধান ক্রয় করেছি। পর্যায় ক্রমে আমরা আমাদের লক্ষমাত্রা পূরনের চেষ্টা করব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.