মোড়েলগঞ্জে বোরো ধান কাটা শুরু বাম্পার ফলনে কৃষকের মুখে হাঁসি (ভিডিও)

মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ৬৬শতক বিঘা প্রতি জমিতে ৫০ মন ধান পাচেছন কৃষক। কৃষকের মুখে হাসি, মাঠজুড়ে এখন সোনালী ফসলের সমারোহ।
এদিকে ঝালমেলা ও শুভরাজকাঠি খালের শাখা দুটি ভরাট হওয়া খাল দুটি পুনঃখনন দাবী জানান। খাল দুটি খাকলে ব্যাপক ফসল উৎপাদন হতো ধারনা করছেন কৃষকরা।
ধানের বাম্পার ফলনে আনন্দে কৃষকের সাথে আনুষ্ঠানিকভাবে ধান কাটলেন পঞ্চকরণ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। সরেজমিনে ইউনিয়ন শতাধিক কৃষক সর্ব প্রথম বোরো বিভিন্ন প্রজাতের ধানের ১শ’ ৫০ হেক্টর জমিতে উৎপাদন করেছে। এর মধ্যে দেবরাজ, খারইখালী, পঞ্চকরণ, কুমারিয়া জোলা গ্রামে মাঠের পর মাঠ জুড়ে বোরো ধান বাতাসে দুলছে।
সাড়ে ৩ মাসে সল্প সময়ে এ প্রজাতের ধানের ক্ষনজন্মকাল। দেবরাজ গ্রামের কৃষক আক্কাস হাওলাদার, শওকত হাওলাদার সহ একাধিক কৃষকরা জানান, দেশীয় আমন ধান কাটার পরে জমি পতিত অবস্থায় পড়ে থাকত। কৃষি অফিসের পরামর্শে এবারে বিঘা প্রতি ৫০ মন ধান ঘরে তুলতে পারবেন বলে ধারনা করছেন কৃষকরা।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিপংকর সমাদ্দার বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এবারে প্রথম কৃষকদের বোরো প্রণোদনা দেওয়া হয়েছে। সঠিক সময়ে সার বীজ কীটনাশক দেওয়ায় কৃষক বোরো ধানের বাম্পার ফলন পেয়েছে।
এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর নির্দেশনা অনুযায়ী কোন জমি অনাবাদি থাকবে না। সে লক্ষে তার ইউনিয়নে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন পদ্ধতিতে চাষাবাদ করছেন। বোরো উৎপাদন হয়েছে ব্যাপক হারে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.