মোড়েলগঞ্জে বেসামরিক গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধা কমিটির সংবাদ সম্মেলন (ভিডিও)

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: মোড়েলগঞ্জে উপজেলা বেসামরিক গেজেট ভুক্তমুক্তিযোদ্ধা কমিটির সভাপতি সহ মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় মোড়েলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকা) কর্তৃক উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. সরোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। সাবেক কৃষি মন্ত্রী শেখ আব্দুল আজিজ ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদসহ যাচাই বাছাই কমিটির যাচাইঅন্তে লাল তালিকাভ‚ক্ত হন তিনি। এবারের যাচাই বাছাই কমিটিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তভ‚ক্ত হবে বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল অর্ধশতাধিক বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.