মোড়েলগঞ্জে নতুন বই পেলেন ৭৪ হাজার শিক্ষার্থী


মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও দাখিল এবতেদায়ী স্তরের ৫শ’ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ হাজার শিক্ষার্থী পেলেন ৬ লাখ ৭৩ হাজার ৩শ’ ২২ কপি নতুন পাঠ্য বই।

নতুন বইয়ের মৌ মৌ গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীরা। সর্বত্রই এখন উৎসবের আমেজ। আজ বুধবার সকাল ১০ টায় সরকারি বালিকা বিদ্যালয়ে এ বই উৎসবের অনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।

এ সময় তার সাথে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম, সহকারি শিক্ষক ভরত চন্দ্র সরদার, আব্দুল কাদেও ও ফারুক হোসেন।

অপরদিকে সহকারী কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে লতিফিয়া দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন। উপজেলায় ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় সকাল থেকেই এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, কেজি মাধ্যমিক বিদ্যালয়, বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোড়েলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, জেকে একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়।

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এবারে এবাতেদায়ী,স্বতন্ত্র ও সংযুক্ত শাখায় ১০ হাজার ১শ’ ১০ শিক্ষার্থী ৭২ হাজার ৯শ’ ৮০ কপি পাঠ্যবই। দাখিল-মাদ্রাসা শাখায় ১১ হাজার ৪শ’ শিক্ষার্থী ১ লাখ ৬৫ হাজার ১শ’, মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক স্তরে ১৯ হাজার ৫শ’ ৩৬ শিক্ষার্থী ২ লাখ ৭৫ হাজার ২০৮ ও ভোকেশনাল শাখায় ৬শ’ শিক্ষার্থীর মাঝে ১১হাজার ৬শ’ পাঠ্য বই বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, প্রাথমিক স্তরে ৩শ’ ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি ১১টি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ১৩১ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ১ লাখ ৪৮হাজার ৫৩৪ পাঠ্য বই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.