মোড়েলগঞ্জে জমি দখল নিয়ে হামলায় কলেজছাত্র নিহত


মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি দখল নিয়ে হামলায় আহত কলেজছাত্র হাইয়ুম খান(২২) মারা গেছেন।  আজ রবিবার (৯ ফেব্রুয়ার) বেলা ১০টার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

গাজী মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল উর্মী ও হাইয়ুমের পিতা মো. ফারুক শেখ এ খবর নিশ্চিত করেছেন। তাফালবাড়ি গ্রামের মো. ফারুক শেখের ছেলে হাইয়ুম মোড়েলগঞ্জ সরকারি এসএম কলেজের ৩য় বর্ষের ছাত্র ছিল।

জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে গত বুধবার প্রতিবেশী সোহাগ খান ও রাসেল খানসহ ৭/৮জনের একটি বাহিনী হাইয়ুম ও তার পরিবারের সদস্যদেরকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে প্রথমে মোড়েলগঞ্জ ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪দিন পরে আজ হাইয়ুম মারা যায়।

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, হাইয়ুমকে মারপিটের সাথে জড়িত থাকার অভিযোগে এমদাদুল খানের ছেলে রাসেল খানকে(২৫) স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.