মোড়েলগঞ্জে ঈদ-উল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ অব্যাহত

মোড়েলেগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিশেষ ভিজিএফ চাল বিতরণ অব্যাহত রয়েছে। জনপ্রতি ১০ কেজি করে ৫৭ হাজার পরিবার এ সুবিধার আওতায় ১৬ ইউনিয়ন সহ পৌরসভায়।
আজ রোববার সকালে হোগলাপাশা ইউনিয়নের ২৪শ’ ২০ পরিবারের মাঝে ২৪টন ২শ’ কেজি চাল ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না, তেলিগাতি ইউনিয়নে ২৪শ’ ১০ জন সুবিধাভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, রামচন্দ্রপুর ইউনিয়নে ৩২ শ’ ৯০ পরিবারের মাঝে ৩২টন ৯শ’ কেজি চাল বিতরন করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম, এ সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি সদস্য ও স্থানীয় বিভিন্ন  নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।
অপরদিকে খাউলিয়া ইউনিয়নে ৫ হাজার ৬৮২ জন সুবিধাভোগীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমঙ্গীর হোসেন, বারইখালী ইউনিয়ন পরিষদে ৪ হাজার ২শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল ও জিউধরা ইউনিয়নে ৫ হাজার ৭শ’ ৩০ পরিবারের মাঝে ঈদুল আজহার চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। ট্যাগ অফিসের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ।

বিতরণকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দরা বিটিসি নিউজকে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অসহায় দুস্থদের প্রাপ্ত সুবিধা সঠিকভাবে বন্টন হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা কালিন মুর্হুতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা সহ সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে  সকল প্রকার সহযোহিতা অব্যাহত  রেখেছেন।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিটিসি নিউজকে বলেন, পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে এ বারে এ উপজেলায় সরকারিভাবে বিশেষ ভিজিএফর চাল বরাদ্ধ হয়েছে ৫শ’ ৭১  মেট্রিকটন ৬৩০ কেজি চাল। এ চাল ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় ৫৭ হাজার পরিবারের মাঝে ঈদের পূর্ব মুর্হুত পর্যন্ত বিতরণ অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.