মোড়েলগঞ্জে ইয়াস ও পূর্ণিমার জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত (ভিডিও)

মোড়েলগঞ্জ প্রতিনিধি: ইয়াস ও পূর্ণিমার জোয়ার দুই মিলে বুধবার বাগেরহাটের মোড়েলগঞ্জের পৌর সদর সহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পৌর সদরের শহর রক্ষা বাঁধ উপচে ও উপজেলার বহরবুনিয়া সহ বিভিন্ন এলাকার কাচা-পাকা রাস্তা বেড়িভাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ফসলি জমি , মৎস্য ঘের ও নিম্নাঞ্চল। পানি বন্ধি হয়ে পড়েছে হাজার হাজার পরিবার।
ইয়াসের পানিতে ডুবে জিনিয়া আক্তার(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ মে) বেলা ১১টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জিনিয়া ওই গ্রামের নির্মান শ্রমিক কালাম গাজীর মেয়ে।
ইয়াস ও পূর্ণিমার জোয়ারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নদীর তীরবর্তী মোড়েলগঞ্জ পৌর সদর, বারইখালী, খাউলিয়া, বহরবুনিয়া ,পুটিখালী,বলইবুনিয়া ইউনিয়ন। এসব এলাকার অধিকাংশ রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ডুবে গেছে শত শত মৎস্য ঘের। তলিয়ে গেছে ফসলি জমি।
চেয়ারম্যান টিএম রিপন, শফিকুর রহমান লাল, মোর্শেদা আকতার, মাহমুদ আলী ও খাউলিয়া চেয়ারম্যান আলমগীর হোসেন, নদীগর্ভে তাদের প্রায় ২৫-৩০ কিমি. কাচা-পাকা রাস্তা নদী গর্ভে বিলীন হয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ন এলাকা।
পঞ্চকরণ চেয়ারম্যান আব্দরু রাজ্জাক মজুমদার, বলইবুনিয়া চেয়ারম্যান শাহজাহান আলী খান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ দুই ইউনিয়নের ৮ শ’ মিটার ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা , কাঠালতলা, খাউলিয়া, বহরবুনিয়া ও তেলিগাতী ইউনিয়নের প্রায় ২ হাজার পরিবার পানিবন্ধি রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.