মোহাম্মদপুরে ড্রামের ভেতর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

 

ঢাকা প্রতিনিধিঢাকার মোহাম্মদপুরের এক বাড়িতে ড্রামের ভেতর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মোহম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) শরিফুল ইসলাম বিটিসি নিউজকে বলছেন, ত্রিশ বছর বায়সী ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী লাশ ড্রামে ভরে পালিয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

প্রতিবেশীরা বন্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা উদ্যানের বি ব্লকের ওই বাড়িতে যায় পুলিশ। পরে ড্রামের ভেতরে অর্ধগলিত লাশটি পাওয়া যায়।

পরিদর্শক শরিফুল বলেন, ওই নারীর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ দেখে মনে হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে দুই থেকে তিন দিন আগে।“সেলিম নামে একজন গত জানুয়ারি মাসে ওই ঘর ভাড়া নেয়। ওই নারীকে সেলিমের স্ত্রী হিসেবে জানে প্রতিবেশীরা। কিন্তু গত দুই তিন দিন ওই দুইজনের কাউকে দেখেনি আশপাশের বাসার মানুষ।”

গতকাল সোমবার সন্ধ্যার দিকে ওই ঘর থেকে দুর্গন্ধ আসা শুরু করলেও প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি প্রতিবেশীরা। পরে দুর্গন্ধ তীব্র আকার ধারণ করলে তাদের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে বলে পরিদর্শক শরিফুল জানান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.