ক্রাইম (ঢাকা) রিপোর্টার:রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।
হাসপাতাল মালিকের কাছে চাঁদা দাবির মামলায় রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বসিলা গার্ডেন সিটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।
জানা যায়, চাঁদাবাজির খবর পেয়ে রাতে বসিলা আবাসিক এলাকার হাউজিং অফিসে যায় সেনাবাহিনী। মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন সেইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের মালিক। সেনা কর্মকর্তাকে শোনানো হয় একটি রেকর্ডিংও। তবে, চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা।
পরে সেনাবাহিনী তাদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করে।
সেইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের মালিক জানান, গত ২০ সেপ্টেম্বর হাসপাতালে এক নারী মৃত বাচ্চা প্রসব করে। বিষয়টিকে কেন্দ্র করে শিশুটির বাবা শাহীন- রাব্বি, মানিক, সুফিয়ান ও ফরহাদকে নিয়ে তার প্রতিষ্ঠানে যায় এবং ভয়ভীতি দেখিয়ে এক লাখ বিশ হাজার টাকা নেয়। আবারও টাকা দাবি করে রোববার রাতে হাসপাতালের মালিককে ডেকে নেয় বসিলা আবাসিক এলাকায়।
এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম রাব্বি চাঁদাবাজির অন্য আরেকটি মামলার এজাহার নামীয় আসামি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর শাখার আহ্বায়ক ছিলেন।
সাইফুল ইসলাম এর আগেও চাঁদাবাজির অভিযোগে আটক হন। সে সময় তাকে থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসউদ।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, চাঁদাবাজির ঘটনায় সেনাবাহিনী পাঁচজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির দায়ে একজন হাসপাতাল মালিক মামলার আবেদন করেছেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হবে। আটকদের মধ্যে রাব্বি নামে একজনের বিরুদ্ধে আমাদের থানায় আগের চাঁদাবাজির মামলা আছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.