মোহনপুরে গৃহবধুকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ


মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে যৌতুকের দাবি পূরণ করতে না পারায় এক গৃহবধুকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এব্যাপারে গৃহবধুর বাবা আবুল কালাম আজাদ বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্র ধরে পুলিশ জানান, মোহনপুর উপজেলার ধামিন পাকুড়িয়া গ্রামের আবুল কালাম আজাদের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আলেয়া খাতুন (১৫) পাশের পাইকপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে রকিবুল ইসলাম অরফে রকি (১৮) দুই মাস পূর্বে প্রেম করে বিয়ে করে।

গৃহবধুর পরিবারের লোকজনের দাবি বিয়ের কিছুদিন পর থেকে বিভিন্ন সময় দুই লাখ টাকা যৌতুকের জন্য স্বামী-শ্বাশুড়ী-শ্বাশুর মিলে গৃহবধুকে নির্যাতন করতে থাকে।
শনিবার গৃহবধু বাবার বাড়ি থেকে তাদের চাহিদামত যৌতুকের টাকা নিয়ে আসতে অস্বীকার করলে স্বামী-শ্বাশুড়ী-শ্বাশুর মিলে প্রথমে গৃহবধুকে নির্যাতন করার পর শ্বাসরোধ করে শয়ন কক্ষে তীরের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবুল কাশেম আজাদ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। রোববার লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.