BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহনপুরে আদালতের ডিক্রি অমান্য: গমক্ষেত পুড়িয়ে আলু চাষে প্রতিপক্ষের দৌরাত্ম্য

মোহনপুরে আদালতের ডিক্রি অমান্য: গমক্ষেত পুড়িয়ে আলু চাষে প্রতিপক্ষের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর থানাধীন বেড়াবাড়ী গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে রোপণকৃত গমের চারা গাছে বিষ প্রয়োগ করে পুরো ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু গমক্ষেতই নয়-কর্তন করা হয়েছে ১০টি আমগাছ, দুইটি কাঠাল গাছ ও ২০টি কলাগাছ। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন জমির মালিক মফেজ সরদারসহ তার পরিবারের একাধিক সদস্য।

ঘটনার পর মফেজের স্ত্রী রুনা বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ ২৬-১১-২০২৫ ইং।

ভুক্তভোগী পরিবার জানায়, মামলার পর থেকেই বিবাদীরা নিয়মিত হুমকি-ধামকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রবিবার ভোরে তারা একত্রিত হয়ে মফেজের রোপণকৃত গমক্ষেতে বিষ প্রয়োগ করে সম্পূর্ণ ক্ষেত নষ্ট করে দেয়। পরে ক্ষতিগ্রস্ত জমিতে প্রতিপক্ষ নিজেদের আলু চাষ শুরু করেছে বলেও অভিযোগ।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন- মৃত বদর উদ্দিনের ছেলে মোমিন (৫৫), ওবাইদুলের ছেলে মুতালিব (১৯), মোঃ মোমিনের ছেলে শামিম (৩৪), রহমতের ছেলে সোহান (২০), মৃত আঃ রহিমের ছেলে রহমত (৪০) ও কেরামত (৪০), মোঃ বদরের ছেলে মনি (৩০), মৃত হোসেনের ছেলে রিয়াদ (২২), মোঃ মোমিনের ছেলে রনি (২৬)সহ আরও অনেকে।

এজাহার সূত্রে জানা যায়, ২১ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মফেজ ও তার ভাইরা পৈত্রিক জমিতে গম রোপণ করছিলেন। হঠাৎ উপরোক্ত বিবাদীরা জমিতে ঢুকে নিজেদের মালিকানা দাবি করে বাধা দেয়। একপর্যায়ে দু’পক্ষের বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। ধারালো অস্ত্র, কোদাল ও লাঠিসোটা দিয়ে মফেজ ও তার স্বজনদের ওপর হামলা চালানো হয়।

গুরুতর আহতদের স্থানীয় কৃষকরা উদ্ধার করে মাহিন্দ্রা যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রায় ২৫ শতক জমির মালিকানা নিয়ে দুই পরিবারের বিরোধ বহুদিনের। আদালতে মামলাও হয়েছে। মফেজ সরদারের দাবি- উক্ত জমি নিয়ে বিবাদীরা দুটি মামলা করেছিল, তবে দু’টিতেই আদালতের ডিক্রি তাদের পরিবার পেয়েছে।

তিনি অভিযোগ করেন, আদালতের ডিক্রি উপেক্ষা করে প্রতিপক্ষ জোরপূর্বক জমির দখল নিতে চেষ্টা করছে এবং গমক্ষেত পুড়িয়ে দিয়ে আলু চাষ করছে। এই ঘটনায় তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

জমির তফশিল: মোহনপুর থানাধীন বেড়াবাড়ী মৌজার- জেএল নং: ৭১, খতিয়ান নং: ৭৫২, দাগ নং: ৩৭৯৬। ভুক্তভোগী পরিবার অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ও প্রবেশকারী সব তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের সীমান্তে সংঘর্ষ চলছেই: থাইল্যান্ডের ১৯ জন নিহত, কম্বোডিয়ার নিহত-১৭ গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার গাজা পরিকল্পনায় পাকিস্তানি সেনা পাঠানোয় আলোচনার কেন্দ্রে আসিম মুনির উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকিতে ভারত চুপ থাকবে না : আসামের মুখ্যমন্ত্রী যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের অস্টেলিয়ার ঘটনাকে ‘চরম ইসলামপন্থী সন্ত্রাসী হামলা’ আখ্যা তুলসী গ্যাবার্ডের ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমান