মোরেলগঞ্জ সদর ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জে-শরণখোলা) আসনে আওয়ামী লীগের এক নির্বাচনী পথসভায় দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশমাতৃকায় সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়নে নারীর টানে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন সাধারণ মানুষ।
উপকূলীয় মোরেলগঞ্জ-শরণখোলায় ভেরিবাঁধ, সুইজগেট নির্মান সহ লবনাক্ততা দূরীকরন, কৃষি নির্ভর এলাকা হিসেবে এ অঞ্চলকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে একাধিক ফসল উৎপাদনে রুপান্তরিত করা হবে।
শনিবার দুপুরে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিবি আফসার আলী মাধ্যমিক স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্ত্যব্য রাখেন নৌকা মার্কার মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ।
ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম মাহমুদ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,  সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, মো. রাসেল হাওলাদার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্লা, আওয়ামী লীগ নেতা সোমনাথ দে, যুবলীগ নেতা জহিরুল ইসলাম মধু, শ্রমিকলীগ নেতা মোঃ জালাল উদ্দিন তালুকদার, যুবলীগ নেতা এ্যাড. তাজিনুর রহমান পলাশ, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান শুভ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম টিটু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.