মোরেলগঞ্জ শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত


মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের (কালব্) এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আব্দুস সালাম হাওলাদার।
প্রধান অতিথি ছিলেন দাতা সংস্থা দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব্) ‘গ’ অঞ্চলের পরিচালক মো. আরিফ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান ও অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো হারুন-অর-রশিদ। ’সুরক্ষিত ভবিষ্যৎ অন্বেষনে ক্রেডিট ইউনিয়ন’ এ শ্লোগানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সদস্য ইসমাইল হোসেন তালুকদার, মুশফিকুর রহমান নাহার, সাংবাদিক মশিউর রহমান মাসুম ও শিক্ষক মো. শাহজাহান আলী খান অনুষ্ঠানটি সঞ্চালণা করেন ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর শিক্ষক হরিচাঁদ কুন্ডু।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.