মোরেলগঞ্জে ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১ টার দিকে স্থানীয় সংসদ সদস্য এইচ.এম বদিউজ্জামান সোহাগ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
জাহিদ ইসলাম ফাউন্ডেশন এ খাদ্য সহায়তা বিতরণের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গ্রীস প্রবাসি মো. জাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন শফিকুর রহমান লাল, জেলা পরিষদ সদস্য এম. এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, জাহিদ ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহিদ ইসলাম, গ্রীস প্রবাসি সাব্বির আহমেদ, হাফেজ আব্দুল্লাহ, সাবেক ইউপি সদস্য মো. নাজমুল হাসান রানা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.