মোরেলগঞ্জে ৪ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র উদ্যোগে স্বেচ্ছাসেবকদের ৪ দিন ব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইট বাগেরহাট ইউনিটের  সহযোগীতায় এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সিপিপির বরিশাল জোনের উপ-পরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া, প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা উপজেলার সিপিপির টিম লিডার মো. আব্দুল জলিল, বাগেরহাট ইউনিটের আরসিওআই মো. নাইদুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক গনেশ পাল, এম.পলাশ শরীফ, পঞ্চকরণ ইউনিয়নের টিম লিডার মো. রবিউল ইসলাম, ইউপি সদস্য আব্দুল লফিত হাওলাদার, মো. মাইনুল ইসলাম। ৪দিন ব্যাপী এ প্রশিক্ষণে দুটি ইউনিটিরে ৪০ জন স্বেচ্ছাসেবক অংশ গ্রহন করেন।
অপরদিকে মোরেলগঞ্জ সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ৩দিন ব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। সহকারি অধ্যপাক মো. জাকির হোসেন রিয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবপুর পল্লী উন্নয়ন সপ্রাবি প্রধান শিক্ষক অসিমা মন্ডল শিক্ষক এমদাদুল হক, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. বায়েজিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাঈম, কলেজ যুব রেডক্রিসেন্ট ইউনিটের টিম লিডার মো. আব্দুল্লাহর পরিচালনায় প্রশিক্ষণ পরিচালনা করেন বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিটের উপ যুব প্রধান মো. রাকিবুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান মো. জামিল হাসান শশী। এ প্রশিক্ষণ কর্মসূচিতে কলেজের ৪০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.