মোরেলগঞ্জে ৪টি স্পটে ওএমএস’র চাল বিক্রি শুরু


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পৌরসভার ৪টিপ স্পটে ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি ওএমএস’র চাল বিক্রি শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওএমএস প্রকল্পের এ চাল বিতরনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পৌর শহরের ৪পি স্পটে ৪ জন ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন ৮ টন করে সপ্তাহে ৫দিন এ চাল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে, অগ্রাধিকার ভিত্তিতে এ উপজেলার ১৫ হাজার ৯২ জন টিসিবি’র আওতায় কার্ডধারীরা এ সুবিধার আওতায় আসবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.