মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন (ভিডিও)

মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাদের সর্বশেষ যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে সংভাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মোরেলগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ৬১ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মে. মুনিরুজ্জামান হাওলাদার বলেন, ১২ ও ১৩ই ফেব্রয়ারী স্থানীয় ১১১ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষী ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
ওই যাচাই-বাছাই কমিটিতে এমপি’র মনোনীত সদস্য ছিলেন মো. শাহ আলম হাওলাদার। তিনি ২০০৪ সালের যাচাই-বাছাইয়ে সৈয়দ নূর মোহাম্মদ, মুনীরুজ্জামান হাওলাদারসহ অনেককে মুক্তিযোদ্ধা হিসেবে স্বাক্ষ দিয়েলেও সর্বশেষ যাচাই-বাছাইয়ে তাদেরকেই আবার ‘মুক্তিযোদ্ধা নয়’ বলে স্বাক্ষ দিয়েছেন।
তারা বলেন, মুজিব বাহিনীর সনদ, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) জিয়া উদ্দিন ও কবির আহমেদ মধূর সনদ থাকা স্বত্ত্বেও রহস্যজনক কারনে ৬১ জন মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে বিতর্কের সৃষ্টি করা হয়েছে।
এমন দ্বিমুখী সিদ্ধান্তের কারনে সর্বশেষ যাচাই-বাছাই কমিটির মতামত প্রহসনমূলক বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধাদের এই অংশটি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.