মোরেলগঞ্জে বাগান থেকে একটি নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাগান থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বাগানে থেকে শিশুটিকে কাঁদতে শুনে কোলে তুলে নেন শাহ আলম হাওলাদার। প

রে রাত সাড়ে সাতটার দিকে ওই নবজাতককে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নবজাতকটি এখন সুস্থ রয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, রাত সাড়ে সাতটার দিকে শাহ আলম হাওলাদার নামের এক ব্যক্তি ছেলে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি অন্য প্রসূতি মায়েদের দুধ খাচ্ছে। সে এখন সুস্থ রয়েছে। আমাদের ধারণা শিশুটি আজকেই ভূমিষ্ঠ হয়েছে। তার ওজন তিন কেজি।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, শিশুটির বিষয়ে আমি সার্বক্ষণিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ রাখছি। এছাড়া শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে আইন অনুযায়ী ইচ্ছুক ব্যক্তিদের দত্তক দেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.