মোরেলগঞ্জে পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিষ্ঠানিক বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। রোববার সকালে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব-খাতের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দিলিপ কুমার দেবনাথসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
উপজেলা পরিষদের পুকুরসহ ২০ টি প্রতিষ্ঠানের পুকুরে দেশীও প্রজাতির রুই, কাতলা ও মৃগেল ৩৮৪ কেজি পোনা মাছ ছাড়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.