মোরেলগঞ্জে চার করাতকল মালিককে অর্থদন্ড

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে লাইসেন্স না থাকায় ৪ করাতকল মালিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজেষ্ট্রেট মো. আব্দুল মালেক।
অভিযানকালে উপজেলার নিশানবাড়িয়ার ধানসাগর এলাকার করাতকল মালিক মো. জামাল হাওলাদারকে ৫ হাজার টাকা, আব্দুর রহিম খান ৫ হাজার, খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজারে করাত মিলের ম্যানেজার আব্দুল হালিম শেখকে ১০ হাজার টাকা ও সন্ন্যাসী লঞ্চঘাট এলাকার সমিল মালিক ছগির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ জনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত।
এর পূর্বে তিনি মোরেলগঞ্জ বাজারে খাদ্য মূল্যে নিয়ন্ত্রন রাখার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মনিটারিং করেন। নির্বাহী ম্যাজেষ্ট্রেট মো. আব্দুল মালেক বলেন, অর্থদন্ডকৃত মিলের লাইসেন্স না থাকা এবং সুন্দরবন এলাকায় ১০ কিলোমিটারের মধ্যে মিল স্থাপন করার অপরাধে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.