মোরেলগঞ্জে ঘূর্ণিঝড়‘মিধিলির প্রভাব: বেদে পরিবারের মাঝে খাবার বিতরণ


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ‘মিধিলির’ প্রভাবে নিশানবাড়িয়া ইউনিয়নে ৭০ জন বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে (১৮ নভেম্বর শনিবার) সকাল ১০ টায় খাবার বিতরণ করেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
জানাগেছে, এ ইউনিয়নে অস্থায়ীভাবে বেদে সম্প্রদায়ের মানুষের বসবাসরত জায়গাটুকুতে পানিতে তলিয়ে যায় এমন সংবাদ শুনে ইউপি চেয়ারম্যান বেদে জনগোষ্ঠির ৭০ জন অসহায় মানুষকে জিউধরা বাজার সংলগ্ন ২৮৬ নং পশ্চিম জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়নের ব্যবস্থা করা হয়।
শনিবার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাবার বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন ইউপি সদস্য আ. ছত্তার, আবু তাহের মিনা, সংরক্ষিত আসনের মোসা: ফরিদা বেগম সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.