মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী বাজারে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় ঘষিয়াখালী বাজারে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
সভায় পার্থ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সমাজ সেবক সাইফুল ইসলাম সোহাগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুন নাছিম রাখি।
মতবিনিময় সভায় জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ অন্যান্য সম্প্রদয়ের মানুষ ভাই-ভাই সকলে মিলে একসাথে বাঁচতে চাই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

















