মোরেলগঞ্জে ওটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ওটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজ অ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ-এনএএএনডি আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মো. জিহাদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ও অ্যাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহর উপস্থানায় প্রশিক্ষক ছিলেন বাগেরহাট মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত¡বধানে অনুষ্ঠিত ওয়ার্কশপে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির মোল্লা, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মো. কায়কোবাদ আকুঞ্জী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান রহমান প্রমুখ।
দিনব্যাপী ওয়ার্কশপে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জন প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, স্কাউট সদস্য মিলে এক’শ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহকারী মো. মনির হোসেন জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.