মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহটের মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। দৈবজ্ঞহাটী ক্রীড়া সংস্কার আয়োজনে শুক্রবার বিকেল ৫টায় এ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. ইব্রাহিম হোসেন।
দৈবজ্ঞহাটী ফুটবল মাঠে আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন দৈবজ্ঞহাটি ক্রীড়া সংঘের সভাপতি মো. রানা দিহিদার।
উদ্বোধনী দিনে দৈবজ্ঞহাটি ক্রীড়া সংঘ ৩-১ গোলে শরণখোলা ক্রীড়াচক্র ফুটবল একাডেমীকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠে। অনুষ্ঠিত খেলাটি পরিচালনা করেন মো. শোয়েব শরীফ।
ধারাভাষ্যে ছিলেন, মো. আবুল হাসনাত রিপন ও অব. সেনা সার্জেন্ট আ. জলিল। খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া অঙ্গনে ছিলেন যুবসমাজকে পথ দেখাবার একজন আলোর দিশারী। তিনি মারা যায়নি, তাকে মারা হয়েছে। অন্তবর্তীকালিন সরকারের কাছে এ হত্যার তদন্ত পূর্বক বিচার দাবি করছি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.