মোরেলগঞ্জের বিভিন্নস্থানে বিজয় দিবস পালিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ২১বার তোপধ্বনি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গতকাল ৫১ তম মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
সকাল পৌনে ৭ টায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা, প্রেস ক্লাব, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা স্কাউটস, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, বিএনপি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
বেলা সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, থানার ওসি মো. সাইদুর রহমান এসময় তার সাথে ছিলেন। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ফাহিমা ছাবুল, স্কাউট কমিশনার হোসনেয়ারা হাসিসহ সরকারি বেসরকারি সকল দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, উপজেলা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথক কর্মসুচি পালন করে। অপরদিকে শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষেআলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, প্রীতি ক্রিকেট ম্যাচ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন  বলইবুনিয়া চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মাষ্টার খ.ম লুৎফর রহমান, প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান, শিক্ষনবিধ আ. ছালাম মুন্সী, সেলিম রেজা বাচ্চু প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.