মোরেলগঞ্জের নিশানবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জের ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে সুন্দরবন বাজারে এইচ এম বদিউজ্জামান সোহাগের পক্ষ থেকে ১৫ আগষ্ট পালন করছেন ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন শেষে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোরেলগঞ্জ ও শরনখোলা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এইচ এম বদিউজ্জামান সোহাগ।
নিশানবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আঃ রহিম বাচ্চু, প্রয়াত সাবেক চেয়ারম্যান আঃ জব্বার হাওলাদারের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্র নেতা মোঃ জুয়েল হাওলাদার।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু,যুগ্ম আহবায়ক নিশানবাড়িয়া যুবলীগ মোঃ মমতাজুর রহমান সুমন,সাবেক সহ সভাপতি বাংলা কলেজ ছাত্রলীগ সাবেক ইউপি সদস্য মিলন তালুকদার সহ নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি গনেশ পাল ও এম. পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.