মোরাতার হ্যাটট্রিক, ৭ গোলের রোমাঞ্চে জয় জিরোনার

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় স্বপ্নের এক মৌসুম কাটছে অচেনা জিরোনা এফসির। বার্সেলোনার পর এবার আরেক জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদকে প্রথমবার হারের স্বাদ দিয়েছে কাতালান ক্লাবটি।
বুধবার রাতে আলভারো মোরাতার হ্যাটট্রিক সত্ত্বেও ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে জিরোনা। আর তাতেই রিয়াল মাদ্রিদের সমান ৪৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে ক্লাবটি।
বুধবার (৩ জানুয়ারি) এস্তাদিও মিউনিসিপাল ডি মন্টিভিলিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে জিরোনা। দলটির হয়ে গোল চারটি করেন ভ্যালারি ফার্নান্দেজ, স্যাভিয়ো, ডেলি ব্লাইন্ড ও ইভান মার্টিন। অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে তিনটি গোলই পরিশোধ করেন মোরাতা।
জিরোনার ঘরের মাঠে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে। তবে ম্যাচের ১৪ ও ৪৪ মিনিটের মাথায় দুটি গোল একাই পরিশোধ করেন মাদ্রিদের অধিনায়ক আলভারো মোরাতা। দ্বিতীয়ার্ধের ৯ম মিনিটের সময় স্কোরশিটে আরও একবার নাম তোলেন স্প্যানিশ স্ট্রাইকার। ফলে ৩-১ ব্যবধানকে ৩-৩ সমতায় আনেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। প্রায় সাড়ে ছয় বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন মোরাতা। কিন্তু তাতেও দলকে কাঙ্ক্ষিত জয় তুলে দিতে পারেননি মাদ্রিদ অধিনায়ক।
দ্বিতীয়ার্ধে তুমুল প্রতিরোধ গড়ে তুলেও হার এড়াতে পারেনি অ্যাথলেটিকো মাদ্রিদ। যোগ করা সময়ে গোল হজম করে বসে ডিয়োগো সিমিওনের দল। ৯১ মিনিটের মাথায় গোলের ব্যবধান ৪-৩ করেন স্প্যানিশ মিডফিল্ডার ইভান মার্টিন। ডি-বক্সের মাঝ বরাবর জায়গায় বল পেয়ে যান মার্টিন। বাঁ-পায়ের নিখুঁত শটে অ্যাথলেটিকো গোলকিপার জন ওবলাককে পরাস্ত করেন তিনি। ফলে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে জিতে শেষ হাসি হেসেছে জিরোনা।
এই জয়ে সমান ৪৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জিরোনা। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বীরা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.