মোবাইল ফোনে কথা বলার খেসারত সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নারী পুরুষ নিহত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বোনাপাড়া-খুলনা রেললাইনের আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন পৃথক স্থানে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের উপড় দিয়ে হেটে যাবার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে পৃথক ঘটনায় নারী ও পুরুষ নিহত হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলার খেসারতে সান্তাহার রেলওয়ে থানা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো: বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রামের ইব্রাহিমের মেয়ে সাহারা বেগম (২২) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভরুয়া গ্রামের আয়েজ উদ্দিনেরে ছেলে আব্দুর রহমান (৬৭)।
ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছেন রেলওয়ে থানা পুলিশ।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বিটিসি নিউজকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাহারা বেগম সান্তাহার রেলওয়ে থানার অধিনে হুগোল বাড়িয়া সার গুদামের সামনে রেললাইনে উপড় দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাবার সময় ট্রেনে কাটা পড়ে ও একই দিন আব্দুর রহমান নামের অপরজন সান্তাহার স্টেশনের পোঁওতা রেলগেটের দক্ষিনে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাবার সময় অপর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এই সব দুর্ঘটনায় রেলওয়ে থানা পৃথক দুটি ইউডি মামলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.