মোনাকোর হারে লিগ চ্যাম্পিয়ন পিএসজি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে লা হাভরের বিপক্ষে ড্র করায় বেড়েছিল অপেক্ষা। সেই অপেক্ষা নিজেদের পরের ম্যাচ পর্যন্ত স্থায়ী হলো না পিএসজির। শিরোপার দৌড়ে প্রধান প্রতিদ্বন্দ্বী মোনাকে হেরে যাওয়ায় ফ্রেঞ্চ লিগ আঁ চ্যাম্পিয়ন হয়েছে লুইস এনরিকের দলটি।
ঘরের মাঠে রোববার লিগ আঁর ম্যাচে মোনাকোকে ৩-২ গোলে হারায় লিওঁ। পয়েন্ট টেবিলে মোনাকোর সঙ্গে পিএসজির ব্যবধান হয়ে যায় ১২ পয়েন্ট। ৩ ম্যাচ বাকি থাকতেই তাই নিশ্চিত হয় পিএসজির রেকর্ড ১২তম লিগ শিরোপা।
ফ্রান্সের শীর্ষ লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল পিএসজি। গত ১২ মৌসুমের মধ্যে এ নিয়ে ১০মবার লিগ জিতল তারা।
চলতি মৌসুমে পিএসজির আরও দুটি টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা আছে। এরই মধ্যে তারা উঠেছে ফরাসি কাপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ লিওঁ।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি। আগামী বুধবার প্রথম লেগে তারা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.