মোদী সরকারের নতুন সভাপতি হলেন শ্রী জেপি নাড্ডা


কলকাতা প্রতিনিধি: কেন্দ্রে দ্বিতীয়বার বিজেপি সরকার আসার পর জেপি নাড্ডা সাত মাস কার্যকরী সভাপতি থাকার পর অবশেষে গতকাল রবিবার আবারও তিনি সভাপতি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ জীর কাছ থেকে দলের দায়িত্ব ভার গ্রহন করেন ৷ রাজনৈতিক মহলের একাংশের দাবি বরাবরই শ্রী জেপি নাড্ডা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পছন্দের মানুষ ৷
বিজেপি’র প্রথম মন্ত্রী সভায় তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ৷ দ্বিতীয় মন্ত্রী সভায় মূলত তাঁকেই সভাপতি করা হবে বলে প্রথম থেকেই কার্যকরী সভাপতির পদ তৈরী করা হয় এবং শ্রী জেপি নাড্ডাকেই সেই দায়িত্ব ভার দেওয়া হয় ৷
৫৯ বছরের শ্রী জেপি নাড্ডাকে যেদিন দলের কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সেদিনই সেদিনই রাজনৈতিক পর্যবেক্ষকরা বুঝে গিয়েছিলেন অমিত শাহর পরে তাঁকেই সভাপতির চেয়ারে বসাতে চায় বিজেপি । ২০১৯ সালের মে মাসে কার্যকরী সভাপতি হন শ্রী জেপি নাড্ডা আর আর তার পরই ২০২০ সালের  আজ রবিবার (১৯শে জানুয়ারী) তে পেলেন সর্বভারতীয় সভাপতির দায়িত্ব।
শ্রী জেপি নাড্ডার জন্ম ১৯৬০ সালের ২ ডিসেম্বর। তিনি হিমাচল প্রদেশ থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৩, ১৯৯৮ এবং ২০০৭ সালে। সেই সময়ে তিনি হিমাচল প্রদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও পরিষদীয় দফতরের মন্ত্রিত্ব সামলান।  ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন নরেন্দ্র মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রী।
সামনের বিধান সভা ভোটে নতুন বিজেপি’র সভাপতি কী অবস্থান হবে সেটাই এবার দেখার ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.