মোদী-রাহুল বাগযুদ্ধ পৌঁছে গেল আদালতের আঙিনায়

ছবি Online

বিটিসি নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানের অভিযোগে, কংগ্রেস সভাপতি রাহুল গাঁন্ধীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলা ফাস্ট ট্র্যাক কোর্টে মানহানির মামলা দায়র করেছেনরাজ্যের এক বিজেপি নেতা। তাঁর নাম শালভ মনি ত্রিপাঠি।

বিজেপির তরফ থেকে প্রায় সঙ্গে সঙ্গেই রাহুলের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জাননো হযেছিল। কিন্তু তাতেও বিষয়টি শেষ হল না। এবার তা পা রাখল আদালতে। উত্তরপ্রদেশের বিজেপি নেতা শালভ মনি ত্রিপাঠি শুক্রবার ৪৯৯ এং ৫০০ নম্বর ধারায় রাহুল গাঁধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তাঁর দাবি, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্নীতিগ্রস্ত বলে রাহুল যেমন বিজেপি কর্মীদের আহত করেছেন, সেই সঙ্গে অপমান করেছেন দেশের সমস্ত মানুষকে।”

দিল্লিতে কংগ্রেসের প্লেনারি অধিবেশনের ভাষণে, দুর্নীতির প্রসঙ্গ উঠতেই নরেন্দ্র মোদী, নীরব মোদী এবং ললিত মোদীর নাম টেনে আনেন রাহুল গাঁন্ধীর। তাঁর বক্তব্য ছিল, মোদী মানেই দুর্নীতিগ্রস্ত। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.