মোদি সরকার ২০ কোটি মুসলিমকে টার্গেট করেছে : দাবি ইমরান খানের

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে গত চার দিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে ভারতের রাজধানী দিল্লিতে। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করলেন ভারতের ২০ কোটি মুসলিমকে টার্গেট করেছে বিজেপি সরকার।

সম্প্রতি একটি টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘গতবছরই জাতিসংঘ সাধারণ সভায় এরকম এক আশঙ্কার কথা উল্লেখ করেছিলাম। একবার বোতল থেকে দৈত্য বেরিয়ে পড়লে রক্ত ঝড়বেই। জম্মু ও কাশ্মীর দিয়ে শুরু হয়েছিল। এবার ভারতের ২০ কোটি মুসলিমকে টার্গেট করা হয়েছে। আন্তর্জাতিক মহলের এক্ষুনি হস্তক্ষেপ করা উচিত।’

এ ছাড়াও অন্য এক টুইটে মোদি সরকারকে হিটলারের নাৎসির সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, ‘ভারতে এখন নাৎসি আদর্শে উদ্বুদ্ধ আরএসএসের ভাবধারা কোটি কোটি মানুষকে গ্রাস করছে। যখন কোনো জাতির বিদ্বেষী আদর্শ সামাজে চেপে বসে তখন রক্ত ঝড়তে বাধ্য।’

প্রসঙ্গত, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে গত চারদিনে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে দিল্লিতে। সিএএ’র পক্ষ ও বিপক্ষের সমর্থকদের মধ্যে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। এ ছাড়া আহত হয়েছেন দুই শতাধিক। সংঘর্ষ থামাতে মোট চারটি জায়গায় কারফিউ জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ৪৫ কোম্পানী আধা সামরিক বাহিনী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.