মোদি-জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্স জানায়, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এসসিওর সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন পুতিন। 
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের বিদ্রোহের পর প্রথমবারের মতো একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠকে বসছেন তিনি।
সম্মেলনটি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জোটে নতুন সদস্য হিসেবে ইরানের যোগ দেওয়ার কথা রয়েছে।
পূর্ব এশিয়া থেকে ভারত মহাসাগর পর্যন্ত অঞ্চলে পশ্চিমাদের তৎপরতা মোকাবিলায় এসসিও জোট গড়ে তোলে রাশিয়া ও চীন। বর্তমানে এর সদস্য সংখ্যা আট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.