মোদি ইমরানকে কোন পাত্তাই দেননি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শুক্রবার রাতে আটক ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে  হস্তান্তর করে পাকিস্তান। অভিনন্দনকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে পাকিস্তানের সিদ্ধান্ত সরাসরি নরেন্দ্র মোদিকে  জানাতে চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য নিজে মোদিকে টেলিফোন করেন। কিন্তু তাতে কোন সাড়া দেননি মোদি।

গতকাল এক বিবৃতিতে ইমরান খান জানান, তিনবার মোদিকে ফোন করেন কিন্তু প্রতিবারে ব্যর্থ হন তিনি।

বিবৃতিতে আরো জানান, শান্তির বার্তা দিতে মোদিকে ফোন করেন। তবে ফোনে না পেয়ে পাকিস্তান পার্লামেন্টে অভিনন্দনকে মুক্তি দেয়ার ঘোষণা দেন।

তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শান্তির বার্তা নয় আন্তর্জাতিক চাপের মুখে বাধ্য হয়ে আটক পাইলটকে ছেড়ে দিয়েছে পাকিস্তান।

অভিনন্দন বর্তমানকে যাতে ছেড়ে দেওয়া হয় সে জন্য ইসলামাবাদের উপর চাপ তৈরি করেছিল আমেরিকা এবং সৌদি আরব।

এছাড়া ভারতীয় রাজনীতিবিদরা জানান, কূটনৈতিক চাপে পাকিস্তান ভারতীয় পাইলটকে ছেড়ে দিয়েছে।

তবে অভিনন্দনকে ভারতের কাছে হস্তান্তর করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘরে বাইরে প্রশংসায় ভাসছেন। তথ্যসূত্র: এনডিটিভি, ফার্স্ট পোস্ট।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.