মোদিকে প্রশ্ন করায় মুসলিম সাংবাদিককে ব্যাপক হয়রানি, হোয়াইট হাউসের নিন্দা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় তিন দিনের সফরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরে ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন করেন এক মার্কিন সাংবাদিক। এর জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মার্কিন মুসলিম সাংবাদিককে ব্যাপক হেনস্থা করা হচ্ছে। এ নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।
গত সোমবার এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি জানান, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক সাবরিনা সিদ্দিকিকে যে অনলাইনে হেনস্থা করা হচ্ছে সে বিষয়ে তারা অবহিত।
তিনি এই ধরনের আচরণকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, গত সপ্তাহে (নরেন্দ্র মোদির) রাষ্ট্রীয় সফরের সময় গণতন্ত্রের যে নীতি প্রদর্শিত হয়েছিল এটা তারও পরিপন্থী।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকেও সাবরিনা সিদ্দিকির সমর্থনে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি একজন সম্মানীয় সাংবাদিক, যিনি তার সততা ও নিরেপক্ষ রিপোর্টিংয়ের জন্য পরিচিত।
ওয়াল স্ট্রিট তাদের একজন সাংবাদিককে এভাবে হেনস্থা করা কিছুতেই মেনে নেবে না বলে স্পষ্ট করে জানিয়েছে দিয়েছে।
গত ২২শে জুন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যৌথ সাংবাদিক সম্মেলনে মোদিকে প্রশ্ন করার পর থেকেই সাবরিনা সিদ্দিকি ভারত ও ভারতের বাইরে দক্ষিণপন্থী ও হিন্দুত্ববাদীদের ট্রোলিংয়ের নিশানায় পরিণত হন।
ভারতের শাসক দল বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালভিয়া পর্যন্ত সিদ্দিকির করা প্রশ্নটিকে ‘অভিসন্ধিমূলক’ বলে বর্ণনা করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.